বাংলাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলি বর্ষণ

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর
রহমান জানিয়েছেন বাবুছড়ায় বর্ডারগার্ড অব বাংলাদেশ বা বিজিবির একটি ক্যাম্পস্থাপনেরপ্রতিবাদে একটি গোষ্ঠী পদযাত্রা বা লংমার্চদিয়েছিলো।কর্মসূচির এক পর্যায়ে তারা টহলরতসেনা সদস্যদের উপর হামলা করলে অন্তত আটজনসেনা সদস্য আহত হয়।পরে হামলাকারীদের ধরতে গিয়ে বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষণ করে সেনা সদস্যরা।এ ঘটনায় একজন নারী সহ অন্তত১১জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন পুলিশসুপার।
তিনি বলেন লংমার্চকারীরা বাবুছড়ায় যাওয়ারসময় পুলিশ বাধা দিলে তারা তিনটি গ্রুপে বিভক্তহয়ে বসে পড়ে।পড়ে সেখান দিয়ে টহলেরদায়িত্বে থাকা সেনা সদস্যরা যাওয়ার সময়তারা ঢিল, গুলতি ব্যবহার করে হামলা করে।পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময়সেনা সদস্যরাও গুলি বর্ষণ করলে কয়েকজন আহত হয়বলে জানান তিনি।সুত্রঃ বিবিসি