বাংলাদেশ

আমি নির্দোষ, রিভিউয়ে ন্যায়বিচার পাব: কামারুজ্জামান

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেছেন, তিনি নির্দোষ। রিভিউয়ে তিনি ন্যায়বিচার ও খালাস পাবেন বলে আশাপ্রকাশ করেছেন।
 
শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে  ১৯৭১ সালে মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা একথা বলেছেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা।সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তার পাঁচ আইনজীবী। তারা ভেতরে ৫৫ মিনিট অবস্থান করেন। তবে কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন ৩০ মিনিট।
পরে কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা রিভিউ আবেদন করবেন।
কবে নাগাদ আবেদন করা হবে—জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, মৃত্যু পরোয়ানা যেদিন পড়ে শোনানো হয়েছে, সেদিন থেকে ১৫ দিন সময় আছে। এর মধ্যেই রিভিউ আবেদন করা হবে। 

কারাগারে কামারুজ্জামান কেমন আছেন—জানতে চাইলে তার আরেক আইনজীবী শিশির মুহাম্মদ মুনির বলেন, ‘উনি ভালো আছেন। উনি বলেছেন, তিনি নির্দোষ। যেসব ঘটনায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এর সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।’

শিশির মুনির জানান, কামারুজ্জামান বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস রিভিউয়ে আমি ন্যায়বিচার ও খালাস পাব।’


কারাগারে প্রবেশের আগে আইনজীবী শিশির মুনির জানান, কামারুজ্জামানের পরিবারের কেউ শনিবার তার সঙ্গে দেখা করছেন না।

কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামি শুক্রবার জানিয়েছিলেন যে তার বাবার সঙ্গে আইনজীবীরা সাক্ষাৎ করার পর তারাই জানাবেন, পরিবার কবে দেখা করবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী জানিয়েছেন, কামারুজ্জামানের পরিবারের কেউ দেখা করার আবেদন করেননি। আইনজীবীরা দেখা করার আবেদন করেছেন।