বাংলাদেশ

দুই শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন নারী

রাজশাহীর গোদাগাড়ীতে দুই শিশুকে বাঁচাকে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ফাহি খাতুন (৩০) গোদাগাড়ী উপজেলার শাহাব্দিপুর এলাকার শাহিন আলীর স্ত্রী।বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।শাহাব্দিপুরে সড়কের পাশের বাজারে মাছ কিনছিলেন ফাহি খাতুন। এ সময় দুই শিশু সড়ক পার হওয়ার সময় রাজশাহীর দিক থেকে যাত্রীবাহী একটি ভটভটি আসছিল।গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, তা দেখে ফাহি খাতুন দৌড়ে গিয়ে শিশু দুটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরিয়ে দেয়। তবে ভটভটির ধাক্কায় ফাহি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ভটভটিটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহি খাতুনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ভটভটি উল্টে এর ৫ যাত্রীও আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।