আমেরিকা

গোপন নাইটক্লাবে অভিযান: ১০০-এর বেশি অভিবাসী আটক, জড়িত সক্রিয় সামরিক সদস্যরাও

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, কলোরাডো স্প্রিংসের একটি স্ট্রিপ মলে গড়ে ওঠা গোপন নাইটক্লাবে অভিযান চালিয়ে ১০০-এর বেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যারা দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে অভিযোগ। ডিইএ (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) রকি মাউন্টেন ডিভিশনের বিশেষ এজেন্ট ইনচার্জ জনাথন সি. পুলেন এক সংবাদ সম্মেলনে জানান, নাইটক্লাবটিতে "গুরুত্বপূর্ণ মাত্রায় মাদক ব্যবসা, দেহ ব্যবসা ও সহিংস অপরাধ সংঘটিত হচ্ছিল।" তিনি আরও বলেন, অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানের সময় ক্লাবে উপস্থিত ছিলেন ডজনখানেক সক্রিয়-ডিউটি সামরিক সদস্য, যাদের মধ্যে কয়েকজন নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলেন বলেন, "আমরা সক্রিয়-ডিউটি সার্ভিস মেম্বারদের পেয়েছি যারা ক্লাবের নিরাপত্তা চালাচ্ছিল এবং কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।" অভিযানে কোকেন এবং "পিঙ্ক কোকেন" নামে পরিচিত টুসি সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ডিইএ জানিয়েছে, এই নাইটক্লাবটি কয়েক মাস ধরে নজরদারিতে ছিল এবং মাদক পাচার, দেহ ব্যবসা ও ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়া, এমএস-১৩ ও হেলস অ্যাঞ্জেলসের সদস্যদের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল। পুলেন বলেন, "এখনো নিশ্চিত নই যে গত রাতে এসব গ্যাং সদস্যরা সেখানে উপস্থিত ছিল কি না, তবে আমাদের হেফাজতে অনেক মানুষ থাকায় তদন্ত চলছে।" তিনি আরও বলেন, "আজ রোববার সকালে কলোরাডো স্প্রিংস একটি আরও নিরাপদ শহর হিসেবে জেগেছে।" ডিইএ জানিয়েছে, অভিযানে ১০টিরও বেশি ফেডারেল সংস্থার শত শত এজেন্ট অংশ নেন। এফবিআই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই), ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো অ্যান্ড ফায়ারআর্মস (এটিএফ), হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোও অভিযানে অংশ নেয়। ডিইএ জানিয়েছে, অভিযান শুরুর আগে তারা তাদের উপস্থিতি ঘোষণা করে এবং নাইটক্লাবের ভেতরের লোকজনকে বারবার বেরিয়ে আসার নির্দেশ দেয়। প্রায় ২০০ জন লোক ভেতরে ছিল, যাদের মধ্যে কমপক্ষে ১১৪ জন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এছাড়া ডজনখানেক সক্রিয় সামরিক সদস্যও ক্লাবে উপস্থিত ছিলেন বা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আইসিই অবৈধ অভিবাসীদের হেফাজতে নিয়েছে এবং সক্রিয় সামরিক সদস্যদের মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশনের (CID) হাতে তুলে দেওয়া হয়েছে। ডিইএ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এজেন্টরা একটি ভবনের বড় কাচের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন এবং লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাইরে অবস্থানরত সশস্ত্র এজেন্টরা তাদের আটকাচ্ছেন। এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যায়, এজেন্টরা ক্লাবের বাইরে থেকে বলছেন: "এটি পুলিশ। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। একে একে সামনের দরজা দিয়ে হাত উঁচু করে বেরিয়ে আসুন।" পরে একই নির্দেশনা স্প্যানিশ ভাষায়ও দেওয়া হয়। আইনজীবী পামেলা বন্ডি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানান, অভিযানে দুইজনের বিরুদ্ধে পুরনো ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতারি হয়েছে। তিনি বলেন, "ট্রাম্পের আমেরিকাকে আবার নিরাপদ করার নির্দেশনা ফল দিচ্ছে!" প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে অভিযানটির প্রশংসা করেন। তিনি লেখেন: "গত রাতে আমাদের দেশে অবৈধভাবে থাকা সবচেয়ে খারাপ কিছু মানুষ — মাদক ব্যবসায়ী, খুনি এবং অন্যান্য সহিংস অপরাধীদের বিরুদ্ধে বড় অভিযান চালানো হয়েছে। বিচারকরা যদি তাদের ফেরত পাঠাতে না চান, তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আমেরিকাকে আবার মহান করুন!" কলোরাডো স্প্রিংসের মেয়র ইয়েমি মোবোলেড, যিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, বলেন: "কোনো ধরণের অপরাধমূলক কার্যকলাপ কলোরাডো স্প্রিংসে সহ্য করা হবে না।" এদিকে, কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিসের অফিসও এক বিবৃতিতে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলের অভিযানকে সমর্থন জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের ব্যাপক বহিষ্কারের নীতিমালা বর্তমানে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এলিয়েন এনিমিজ অ্যাক্টের আওতাধীন অভিবাসীদের বহিষ্কার সাময়িকভাবে স্থগিত করেছে। এছাড়া, গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ মিলওয়াকি কাউন্টির এক বিচারককে একজন অবৈধ অভিবাসীকে আটক এড়াতে সহায়তার অভিযোগে অভিযুক্ত করেছে, যাতে স্থানীয় বিচারকদের প্রতি "একটি সতর্কবার্তা" দেওয়া হয়েছে বলে তাদের সহকর্মীরা মন্তব্য করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম