আমেরিকা

ট্রাম্পের এন্টি-DEI নির্বাহী আদেশ কার্যকর করার অনুমতি দিল আপিল আদালত

ট্রাম্প প্রশাসনের জন্য এক সপ্তাহের আইনি পরাজয়ের পর, শুক্রবার রাতে একটি ফেডারেল আপিল আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে। আদালত তাঁর দুইটি নির্বাহী আদেশ কার্যকর করার অনুমতি দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার থেকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) কর্মসূচি বিলুপ্ত করার উদ্যোগ নেয়। চতুর্থ সার্কিট কোর্ট অব আপিলস-এর তিন বিচারকের একটি প্যানেল রায় দিয়েছে যে, ট্রাম্প প্রশাসন সম্ভবত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হবে। নিম্ন আদালত আগে ট্রাম্পের নির্বাহী আদেশ—একটি ফেডারেল সরকারে DEI বিলুপ্ত করা এবং অন্যটি সরকারি অনুদান গ্রহণকারীদের DEI কার্যক্রম পরিচালনা থেকে বিরত রাখা—অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। বিচারকরা—যাদের মধ্যে দুইজন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত—ট্রাম্প প্রশাসনকে নীতি কার্যকর করার অনুমতি দিয়েছেন, যতক্ষণ না আদালত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় যে আদেশগুলো সংবিধান লঙ্ঘন করছে কি না। বিচারক অ্যালবার্ট ডিয়াজ এক মতামতে DEI সংক্রান্ত রাজনৈতিক বার্তার ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন। তিনি একে "আমেরিকার ক্লোজেটে থাকা দানব" বলে উল্লেখ করেন। তবে তিনি বলেছেন, যারা DEI নীতিমালা কার্যকর করার চেষ্টা করছেন, তারা প্রশংসার দাবিদার, কারণ তারা এমন একটি পরিবেশ ও সংস্কৃতি গড়ে তুলতে চান যেখানে সবাই সম্মানিত ও মূল্যায়িত হয়। "বোর্ডরুম থেকে আদালতকক্ষ, অপারেশন থিয়েটার থেকে শ্রেণিকক্ষ—সর্বত্র আগে যাঁরা প্রান্তিক অবস্থায় ছিলেন, তাঁরা এখন সাফল্যের সাথে এগিয়ে চলেছেন। আর এর ফলে আমরা সবাই উপকৃত হচ্ছি," তিনি লেখেন। "অধিকাংশ দানবের মতো, যা ছায়ার মতো লুকিয়ে থাকে, তার প্রতিকার হলো আলো ছড়িয়ে দেওয়া।"

এলএবাংলাটাইমস/ওএম