র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য মন্দা নিয়ে স্পষ্ট অবস্থান না নেওয়ায় সোমবার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।
ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ৫১৫ পয়েন্ট বা ১.২% কমে গেছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৪% হ্রাস পেয়েছে, আর প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক প্রায় ২% পতন হয়েছে।
বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার ৬% পর্যন্ত কমে গেছে। ইউনাইটেড এয়ারলাইনস ও ডেলটা এয়ারলাইনসের শেয়ারও ৫.৫% এর বেশি হ্রাস পেয়েছে।
এর আগের সপ্তাহেও বাজারে অস্থিরতা লক্ষ্য করা গিয়েছিল, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ ও তা পরবর্তীতে কিছুটা প্রত্যাহার বা স্থগিত করায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ সূচক গত সপ্তাহে সেপ্টেম্বরের পর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে।
রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক শুল্কনীতি একটি "পরিবর্তনের সময়কাল" তৈরি করতে পারে। তবে মন্দা সম্পর্কে পূর্বাভাস দিতে তিনি দ্বিধা প্রকাশ করেন।
"আমি এমন কিছু ভবিষ্যদ্বাণী করতে চাই না," বলেন ট্রাম্প। "এতে কিছুটা সময় লাগবে, তবে আমি মনে করি, এটি আমাদের জন্য ভালো হবে।"
পরে, মন্দার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "আমি কী বলবো জানি না। অবশ্যই একটু দ্বিধা থাকবে। কে জানে?"
ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ২.৫%, এসঅ্যান্ডপি ৫০০ ৫% এবং নাসডাক ৯% হ্রাস পেয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম