ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও প্রেসিডেন্ট ট্রাম্পের। ভোট গণনা বাকি আর মাত্র ৫০ হাজার। ট্রাম্প এগিয়ে আছেন মাত্র ১,৭৭৫ ভোটে। এ পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। ট্রাম্প ও বাইডেন উভয়ের ভোটই ৪৯ দশমিক ৪ শতাংশ করে।
জর্জিয়াতে১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এখানে ১৯৯৬ সালের পর এবারই সবচেয়ে দোদুল্যমান হচ্ছে নির্বাচন ফল। গত নির্বাচনে ২০১৬ সালে ট্রাম্প জর্জিয়াতে ৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। ট্রাম্প বা বাইডেন কেউই এখনো পর্যাপ্ত ভোট পাননি নির্বাচনে জয়ের জন্য। সংবাদ সংস্থা এপি জানায় বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ ও ট্রাম্পের ২১৪টি।
জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, নেভাদা ও আলাস্কার ফল ঘোষণা এখনো বাকি। বাইডেন আলাস্কা ছাড়া অন্য যেকোনো একটি রাজ্যে জয় পেলে প্রেসিডেন্ট হবার পূর্ণ ভোট পাচ্ছেন। তবে ট্রাম্পের জিততে হবে সবকটি রাজ্যে। নেভাদায় ভোট গণনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। অপরদিকে অন্য রাজ্যগুলোতে অল্প ব্যবধানে এগিয়ে ট্রাম্প।
এলএবাংলাটাইমস/এনএইচ