আমেরিকা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি ‘সাইবার হামলা হয়নি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত বিদেশি হস্তক্ষেপ বা সাইবার হামলার প্রমাণ মিলেনি বলে জানিয়েছেন দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থার প্রধান ক্রিস্টোফার সি ক্রিবস। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হিলারির নামে অনলাইনে অপপ্রচার চালানোর। তাই এবারো ধারণা করা হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ হতে পারে। এক বিবৃতিতে ক্রিস্টোফার ক্রিবস জানান, বিদেশি রাষ্ট্র যুক্তরাষ্ট্রে ভোট প্রয়োগে বাধা দিয়েছে বা ভোট গণনায় ব্যাহাত ঘটিয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে ভোট গণনা প্রক্রিয়া ও নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত সাইবার নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বা জানান ক্রিস্টোফার সি ক্রিবস। তিনি বলেন, আগামী দিনে যুক্তরাষ্ট্রের জনগণ ধৈর্য ধারণ করবে তাই আশা করছি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প লড়ছেন। এ পর্যন্ত ২৬৪ ইলেক্টোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজের পথে অনেকটাই এগিয়ে জো বাইডেন। তবে বাকি সব রাজ্যে জয় পেলে ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার সুযোগ রয়েছে। এলএবাংলাটাইমস/এনএইচ/