"আমাদের শুধু আন্তনী ভক্ত নয়, হতে হবে ঈশ্বর ভক্ত। আমরা তার মধ্যস্থতার মাধ্যমে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা যাচনা করি। সাধু আন্তনী তার কথা ও কাজের মাধ্যমে মানুষকে ঈশ্বর ভক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছেন। " কথাগুলো বলেছে সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ গমেজ।
নয় দিনের বিশেষ নভেনা খ্রীষ্টযাগের শেষে গত রবিবার সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলাস ক্যাথলিক গির্জায় সাধু আন্তনীর পর্ব উদযাপন করা হয়।
স্থানীয় বাংলা চার্চ কমিটির আয়োজনে নয় দিনের নভেনা পরিচালনা করেন ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি। এবং তাকে সহযোগিতা করেন স্থানীয় পালপুরোহিত ফাদার ব্রায়েনজর্ডন,ওএফএম।
২৪ জুন বিকালে সাধু আন্তনীর মূর্তি, বিস্কুট ও মোমবাতি সহকারে স্থানীয় খ্রীষ্টভক্তগণ চ্যাপেল থেকে শোভাযাত্রা করে মূল গির্জায় প্রবেশ করেন। ছোট ছোট শিশুদের ধূপারটি ও পুস্পাঞ্জলির মধ্যে দিয়ে একটি ভাব গাম্ভীর্য পরিবেশের সৃষ্টি হয়।
পর্বীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বিশপ শরৎ গমেজ,ফাদার ব্রায়েনজর্ডন,ওএফএম ও ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি।
সহস্রাধিক বাঙালি খ্রীষ্টভক্তদের পাশাপাশি ভিন্দেশীরাও এতে অংশ নেয়।
বিশপ শরৎ গমেজ তার উপদেশ বাণীতে বলেন, আমাদের ভিতরে যেমন সাধুর প্রতি ভক্তি ও ভালোবাসা আছে ঠিক তেমনি ঈশ্বরকে ভক্তি ও ভালোবাসতে হবে।
খ্রীষ্টযাগ শেষ পর্বের বিস্কুট আশীর্বাদ করেন বিশপ মহোদয়।
বাংলা চার্চ কমিটির পক্ষে ক্লারা মলি রোজারিও ও প্রভাতী সিসিলিয়া রোজারিও উপস্থিত সবাইকে এবং পর্ব সার্থক করতে যারা অবদান রেখেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে।
এই সময় বিশপ শরৎ , ফাদার ব্রায়েন ও ফাদার শীতল সবাইকে ধন্যবাদ জানান। খ্রীষ্টযাগে প্রাপ্ত সকল দান সিলেটবাসীদের জন্য বিশপের হাতে তুলে দেয়া হয়। এলএবাংলাটাইমস/এলআরটি/এ
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
নয় দিনের বিশেষ নভেনা খ্রীষ্টযাগের শেষে গত রবিবার সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলাস ক্যাথলিক গির্জায় সাধু আন্তনীর পর্ব উদযাপন করা হয়।
স্থানীয় বাংলা চার্চ কমিটির আয়োজনে নয় দিনের নভেনা পরিচালনা করেন ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি। এবং তাকে সহযোগিতা করেন স্থানীয় পালপুরোহিত ফাদার ব্রায়েনজর্ডন,ওএফএম।
২৪ জুন বিকালে সাধু আন্তনীর মূর্তি, বিস্কুট ও মোমবাতি সহকারে স্থানীয় খ্রীষ্টভক্তগণ চ্যাপেল থেকে শোভাযাত্রা করে মূল গির্জায় প্রবেশ করেন। ছোট ছোট শিশুদের ধূপারটি ও পুস্পাঞ্জলির মধ্যে দিয়ে একটি ভাব গাম্ভীর্য পরিবেশের সৃষ্টি হয়।
পর্বীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বিশপ শরৎ গমেজ,ফাদার ব্রায়েনজর্ডন,ওএফএম ও ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি।
সহস্রাধিক বাঙালি খ্রীষ্টভক্তদের পাশাপাশি ভিন্দেশীরাও এতে অংশ নেয়।
বিশপ শরৎ গমেজ তার উপদেশ বাণীতে বলেন, আমাদের ভিতরে যেমন সাধুর প্রতি ভক্তি ও ভালোবাসা আছে ঠিক তেমনি ঈশ্বরকে ভক্তি ও ভালোবাসতে হবে।
খ্রীষ্টযাগ শেষ পর্বের বিস্কুট আশীর্বাদ করেন বিশপ মহোদয়।
বাংলা চার্চ কমিটির পক্ষে ক্লারা মলি রোজারিও ও প্রভাতী সিসিলিয়া রোজারিও উপস্থিত সবাইকে এবং পর্ব সার্থক করতে যারা অবদান রেখেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে।
এই সময় বিশপ শরৎ , ফাদার ব্রায়েন ও ফাদার শীতল সবাইকে ধন্যবাদ জানান। খ্রীষ্টযাগে প্রাপ্ত সকল দান সিলেটবাসীদের জন্য বিশপের হাতে তুলে দেয়া হয়। এলএবাংলাটাইমস/এলআরটি/এ
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]