প্রবাস

"জার্মানীতে জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট পালন"

জার্মানীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট

পালন করেন । দূতাবাসে ছিলো দোয়া মোনাজাত ও শোক দিবসের আলোচনা সভা । রাষ্ট্রদূত

মোহাম্মদ আলী সরকার জাতীর জনক বঙ্গবন্ধু কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী হিসেবে উল্লেখ করে

বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ চললে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।


ব্লাক ফরেস্ট এর ট্রিবার্গ বাংলাদেশ শিক্ষা ও সাহিত্য সমিতি ফুলুগ হলে শোক দিবস উপলক্ষে বিশেষ

অনুষ্ঠানের আয়োজন করে।সমিতির কর্ণধার জুলফিকার সাঈদ মনার সভাপতিত্বে ও নাদিম

ইউসুফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামীলীগের এক অংশের

ভারপ্রাপ্ত সভাপতি ইউনুছ খান , বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয় জার্মান বাংলা প্রেস

ক্লাবের সভাপতি খান লিটন, বাদেন বুর্গের আওয়ামীলীগ সভাপতি অনোয়ার হোসেন মোহন, শিশু

শিক্ষা বিষয়ক গবেষক, স্বর্ণপদক প্রাপ্ত লেখক কামরুজ্জামান, রাজু খান, বদরুল ইসলাম রফিক,

কণা ইসলাম, প্রদ্বীপ সাহা ও মাহাবুবুর রহমান বাচ্চু সহ আর অনেকে । ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু

ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা ও দোয়া

মোনাজাত করা হয় । রাজু খান নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সম্পর্কে বর্ননা করেন। জার্মান বাংলা

প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজকদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদান করেন আসমা খান ও নীলা জামান

, বঙ্গবন্ধুর উপর চমৎকার কবিতা আবৃতি করেন মাহমুদা রহমান অনি ।

শোকসভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে , বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে

, গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।