গত
১৫ ও ১৬ই সেপ্টেম্বর রোজ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হল উত্তর আমেরিকা নজরুল
সম্মেলন-২০১৮। ভার্জিনিয়ার নোভা কমিউনিটি কলেজের আর্ট সেন্টার মিলনায়তনে
বিপুল দর্শক সমাগমে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী , সাহিত্যিক,
নৃত্যশিল্পী , অভিনেতা , অভিনেত্রীদের সমাগমে বিদ্রোহী কবি নজরুলের জীবন
বৈচিত্রতা থেকে বিভিন্ন পর্বে অনুষ্ঠানকে ভাগ করা হয় ।
সম্মাননা প্রদান পর্বে ইকবাল বাহার চৌধুরী কে লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড তুলে দেন পিপল এন টেকের সম্মানিত প্রেসিডেন্ট ফারহানা হানিপ। সে সময় উপস্থিত ছিলেন পিপল এন টেকের সিইও প্রকৌশলী আবুবকর হানিপ। সংক্ষিপ্ত বক্তব্যে জনাব হানিপ বলেন, বাংলা সংস্কৃতি বিকাশে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে যেসকল সংগঠন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক (বাই) এবং ধ্রুপদ ইন্ক অন্যতম ।
পিপল এন টেক এই মহতি অনুষ্ঠানের স্পন্সরে সহযোগিতা করে গর্বিত । আমরা আগেও আপনাদের সাথে ছিলাম , এখনও আছি, ভবিষ্যতে ও থাকব।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
সম্মাননা প্রদান পর্বে ইকবাল বাহার চৌধুরী কে লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড তুলে দেন পিপল এন টেকের সম্মানিত প্রেসিডেন্ট ফারহানা হানিপ। সে সময় উপস্থিত ছিলেন পিপল এন টেকের সিইও প্রকৌশলী আবুবকর হানিপ। সংক্ষিপ্ত বক্তব্যে জনাব হানিপ বলেন, বাংলা সংস্কৃতি বিকাশে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে যেসকল সংগঠন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক (বাই) এবং ধ্রুপদ ইন্ক অন্যতম ।
পিপল এন টেক এই মহতি অনুষ্ঠানের স্পন্সরে সহযোগিতা করে গর্বিত । আমরা আগেও আপনাদের সাথে ছিলাম , এখনও আছি, ভবিষ্যতে ও থাকব।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি